এক নজরে
ক) নাম –৩ নং ভাদসা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –১১.৮৭(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা -৩৩৯১৫জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা –৩৯টি।
ঙ) মৌজার সংখ্যা –০৯টি।
চ) হাট/বাজার সংখ্যা -০৯টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটরিক্সা/বেবীটেক্স/লছিমন/বাস/ভ্যান
জ) শিক্ষার হার –৬২.৭১%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- 16 টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ 5 টি,
মাদ্রাসা- ৭টি।
কলেজ-১ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সরোয়ার হোসেন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- 105 টি মসজিদ 18 টি মন্দির
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/০২/১৯৭৮ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – 14/12/2016 ইং
২) প্রথম সভার তারিখ – 12/08/2016 ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – 11/08/2021 ইং
ঢ) গ্রাম সমূহের নাম –ভাদসা, কদম গাছি,বাশকাটা, দিওর,তেকানা,মালয়পর, হরিপুর,কাজিকর,দেবরাইল,চন্ডিপুর,বুজরুক,বড়মাঝিপাড়া,ছোটমাঝিপাড়া,খদ্দর্র্শগুনা,টুপাড়া,ফরিদপুর,গোপালপুর,কোচকুরি,চককামাল,পন্ডিতপুর,পাইকরদারিয়া,ছাওয়ালপাড়া,বিলাসবাড়ি,নুরপুর,ইছাহাকপুর,পালি,চকজগদিশপুর,চকজয়কৃষ্নপুর,পার্বতিপুর,কোচনাপুর,বজরপুর,ছিটডালিম্বা,দেওনাহার,পালিবাড়ি,দেবিপুর,ভগবানপুর,কান্দি,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস